Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে আরও ৫ করোনা রোগী শনাক্ত

লক্ষ্মীপুরে এক দিনেই নতুন আরও ৫ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে।

আজ শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে এই পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষার ফল লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৫টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে নতুন আরও ৫ জন কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাঁদের মধ্যে কমলনগরে চারজন, রায়পুরে একজন।

এ ছাড়া জেলায় এ পর্যন্ত ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদরে ১২২, রায়পুরে ৪৭, রামগঞ্জে ৫৫, কমলনগরে ২৬ ও রামগতিতে ২২ জন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফার বলেন, প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। তা ছাড়া ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া জেলায় এ পর্যন্ত মৃত পাঁচজন ব্যক্তির করোনা পজিটিভ এসেছে।