Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গৃহবধূ সাজু বিবি হত্যা মামলায় স্বামী আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। লক্ষ্মীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সিরাজুদৌলাহ কুতুবী আজ বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি রাতে যৌতুকের দাবিতে স্ত্রী সাজু বিবিকে মারধর করেন আক্তার হোসেন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিহত সাজুর বাবা শাহে আলম বাদী হয়ে আক্তারের বিরুদ্ধে কমলনগর থানায় হত্যা মামলা করেন। এরপর আট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আক্তার হোসেনকে মৃত্যুদণ্ড দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল বাসার বলেন, সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।