Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন দুজন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায়। নিহতদের নাম ও বিস্তারিত জানতে একজন পুলিশ কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ফাহিমা আক্তার (৯) নামে এক ছাত্রী নিহত হয়েছে। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রায়পুর-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা উপজেলার সোনাপুর এলাকার খলিল মিঝি বাড়ির মো. জসিম উদ্দিনের মেয়ে ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

ফাহিমার নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ ও রায়পুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে। এতে সকাল ১০টা থেকে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।