Thank you for trying Sticky AMP!!

লাইসেন্স ছাড়া অ্যাসিড রাখায় ব্যক্তির কারাদণ্ড

প্রতীকী ছবি

টাঙ্গাইলে লাইসেন্স ছাড়া অ্যাসিড রাখার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী আজ মঙ্গলবার এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান বলেন, শাহ আলম লাইসেন্স না নিয়ে কালিহাতী উপজেলা সদরে অবৈধভাবে অ্যাসিডের ব্যবসা করতেন। পুলিশ গত বছর ১৪ অক্টোবর শাহ আলমের দোকান থেকে ৪০ লিটার অ্যাসিড উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁর নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়।