Thank you for trying Sticky AMP!!

লাশ শনাক্তে স্বজনের ডিএনএ নেওয়া হবে

ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। গতকালের ছবি। ছবি: রিয়াদুল করিম
>

• শনাক্তের পর ৪৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
• স্বজনদের রক্ত নেওয়া হবে

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের লাশ শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশগুলো শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া হবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান প্রথম আলোকে বলেন, শনাক্ত করতে স্বজনদের কাছ থেকে ডিএনএ নেওয়া হবে। এ জন্য স্বজনদের রক্ত নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ৪৫ জনের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার রাত ১০টার পরেই চকবাজারে চুড়িহাট্টা এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভবনে। অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা বলেছেন তাঁরা ৬৭ জনের লাশ পেয়েছেন। এর আগে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭৮ জন উল্লেখ করা হয়।