Thank you for trying Sticky AMP!!

লিবিয়ায় নিহত ৩ কর্মীর মরদেহসহ ১৫২ বাংলাদেশি ফিরেছেন

লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন কর্মীর মরদেহসহ দেশে ফিরেছেন ১৫২ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা, লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

১৫২ জনের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা ও ত্রিপোলিতে ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত ১০ জন বাংলাদেশি রয়েছেন।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, নিহত যে তিনজনের লাশ এসেছে, তাঁরা গত ১৮ নভেম্বর ওয়াদি রাবিয়ায় ড্রোন হামলায় নিহত হন। ওই ঘটনায় ১০ জন আহত হন।