Thank you for trying Sticky AMP!!

শবে বরাতের সরকারি ছুটি ৩০ মার্চ

পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ৩০ মার্চ পুনর্নির্ধারণ করেছে সরকার। আগে এ ছুটি ২৯ মার্চ নির্ধারণ করা হয়েছিল। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এবার ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করেছে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনর্নির্ধারণ করবে।