Thank you for trying Sticky AMP!!

শরীরে ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশনা

স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি

মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব সিভিল সার্জনের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন জাতীয় পত্রিকায় মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব জীবাণুনাশক তৈরিতে ব্লিচিং পাউডারের (হাইপোকো রাইড) দ্রবণ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের উন্মুক্ত বহিঃ অঙ্গসহ চোখ–মুখের জন্য মারাত্মক ক্ষতিকর।’

চিঠিতে বলা হয়, ‘এই ধরনের জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।’