Thank you for trying Sticky AMP!!

শামুকখোল

>

বাংলাদেশে বাস করা অনেক বড় পাখিদের মধ্যে শামুকখোল একটি। ঝাঁক বেঁধে চলে। প্রতিটি ঝাঁকে প্রায় ৪০ থেকে ৬০টি থাকে। শামুক খেতে পছন্দ করে বলেই ওরা শামুকখোল। ব্যাঙ আর মাছসহ অন্যান্য জলজ খাবারও খায়। বগুড়ার গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের বড় কুমরুল বিলে খাবারের খোঁজে আসা এই পাখিদের নিয়ে এবারের ছবির গল্প

শামুকখোল আসছে
বিলে নেমে খাবারের খোঁজ
অগভীর পানিতে শামুক খোঁজা
দল বেঁধে জল ঘেঁটে শামুক খাচ্ছে
ডানা মেলে উড়ছে সবাই
ফিরে যাওয়ার প্রস্তুতি
আকাশের গায়ে শামুকখোল