Thank you for trying Sticky AMP!!

শারদীয় দুর্গোৎসবে মহানবমী

>বছর ঘুরে আবার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ফিরে এসেছেন দেবী দুর্গা। সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার মহানবমী। উলুধ্বনি ও ঢাকের শব্দে মুখরিত রাজধানীর পূজামণ্ডপগুলো। মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। রাত পোহালেই দশমী। দশমীতে বিদায় নেবেন দেবী। এবার দুর্গতিনাশিনী এসেছিলেন ঘোড়ায় চড়ে, যাবেনও ঘোড়ায় চড়ে। রাজধানী তিনটি পূজামণ্ডপের চিত্র তুলে ধরা হলো।
গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপ
গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে শ্রীকৃষ্ণ ও অর্জুন
গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে সপরিবারে দেবী দুর্গা
গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপের বেদিতে প্রার্থনারত এক ভক্ত
গুলশান-বনানী সর্বজনীন পূজামণ্ডপে দেবীর আরাধনায় ব্যস্ত ভক্তরা
রাজধানীর খামারবাড়ীর সনাতন সমাজ কল্যাণ সংঘ পূজামণ্ডপ
দেবীকে প্রণাম জানাচ্ছে এক খুদে ভক্ত
ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির পূজামণ্ডপ