Thank you for trying Sticky AMP!!

শিক্ষার্থীদের জন্য জাগরণ শিক্ষা গ্রুপের বৃত্তি পরীক্ষা

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিপড়ুয়া। ছবি: সংগৃহীত

বৃত্তি প্রদানের লক্ষ্যে জাগরণ শিক্ষা গ্রুপ কর্তৃক গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টর গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলে এ পরীক্ষা হয়েছে। পরীক্ষায় উত্তরার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

জাগরণ শিক্ষা গ্রুপের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিপড়ুয়া। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

গ্রিন ভ্যালি ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. ওসমান গণি বলেন, ‘ছোটবেলা থেকে শিশুদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির ক্ষেত্রে প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন আমরা করে থাকি। এরই ধারাবাহিকতায় এ বছরও ওই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
তিনি আরও জানান, আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেবে।

জাগরণ শিক্ষা গ্রুপ প্রতিবছর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। ছবি: সংগৃহীত

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। একই সঙ্গে মেধাতালিকায় চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের সাধারণ গ্রেডে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হবে।