Thank you for trying Sticky AMP!!

নিরাপদ সড়কের দাবিতে আজও সরব শিক্ষার্থী-অভিভাবক

নিরাপদ সড়কের দাবিতে টানা ছয় দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল রাজধানীর আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এসে জড়ো হয় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে তারা।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ঢাকা, ৩ আগস্ট। ছবি: জিয়া ইসলাম

এ সময় শিক্ষার্থীদের যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায়। অবাধ্য ট্রাফিক-ব্যবস্থাকে বশে আনতে আজকেও লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।

রাস্তায় যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায় শিক্ষার্থীদের। আসাদ গেট, মোহাম্মদপুর, ৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। আজ নিয়ে টানা ছয় দিন ধরে রাজধানীসহ ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করছে তারা।

লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা। আসাদ গেট, মোহাম্মদপুর, ৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেয়। তারা নিরাপদ সড়কের দাবি জানায়।

প্লাকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। আসাদ গেট, মোহাম্মদপুর, ৩ আগস্ট। ছবি: দীপু মালাকার

অপরদিকে সকালে ঢাকায় মিরপুরে সনি সিনেমা হলের সামনে নিরাপদ সড়কের দাবিতে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নেন। হাতে প্লাকার্ড বহন করে মানববন্ধন করে তাঁরা।

নিরাপদ সড়কের দাবিতে নানা ধরনের প্লাকার্ড আছে শিক্ষার্থীদের হাতে। আসাদ গেট, মোহাম্মদপুর, ৩ আগস্ট। ছবি: দীপু মালাকার
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ঢাকা, ৩ আগস্ট। ছবি: জিয়া ইসলাম
ঢাকায় মিরপুরে সনি সিনেমা হলের সামনে নিরাপদ সড়কের দাবিতে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ৩ আগস্ট। ছবি: সাজিদ হোসেন
নিরাপদ সড়কের দাবিতে টানা পাঁচ দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। আসাদ গেট, মোহাম্মদপুর,৩ আগস্ট। ছবি: দীপু মালাকার