Thank you for trying Sticky AMP!!

শিমুলিয়ায় রাজধানীমুখী মানুষের ভিড়

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে কর্মস্থলে ফেরা শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। এসব মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে। আজ বুধবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে মোটরসাইকেল ও ব্যক্তিগতসহ পণ্যবাহী গাড়ি ভিড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে মানুষের চাপ। করোনার ঝুঁকি উপেক্ষা করে ফেরিগুলোতে গাদাগাদি করে পার হয় মানুষ।

সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও শিমুলিয়া ঘাটে ফেরি চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি
ফেরিগুলোতে মোটরসাইকেল, ব্যক্তিগতসহ পণ্যবাহী গাড়ি নিয়ে গাদাগাদি করে পার হয় মানুষ
স্বাস্থ্যবিধি ছাড়াই শিশুদের নিয়ে পার হন অনেকে
সামাজিক দূরত্ব না মেনে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ
জীবিকার তাগিদে ঝুঁকি মাথায় নিয়ে ঢাকায় আসছে অনেকে
করোনার ঝুঁকি উপেক্ষা করে ফেরিগুলোতে গাদাগাদি করে পার হয় মানুষ
মাস্ক ব্যবহার করার মতো ন্যূনতম স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অনেকের
ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠা
ছোট্ট শিশুকে মাস্ক পরিয়েছেন এক অভিভাবক
শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেলে এভাবেই রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশে