Thank you for trying Sticky AMP!!

শিশুকে ঝলসে দেওয়া নারীর কারাদণ্ড

আদালত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক শিশুকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে এক নারীর ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আজ বুধবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া নারীর নাম বালা খাতুন (৪৫)। তিনি ভেড়ামারার রামকৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিকরের স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এরপর পুলিশ তাঁকে কারাগারে নিয়ে যায়।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (নারী ও শিশু) মেহেদী হাসান সিদ্দিকী রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ অক্টোবর বালা খাতুনের নাতি লিখনের সঙ্গে খেলাধুলা নিয়ে শিশু রাফিয়া খাতুনের ঝগড়া হয়। এ সময় বালা খাতুন শিশু রাফিয়ার গায়ে গরম পানি ছুড়ে ঝলসে দেন। এই ঘটনায় ভেড়ামারা থানায় রাফিয়ার দাদা শামীম হোসেন মামলা করেন। ভেড়ামারা থানার পুলিশ ২০১৭ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।