Thank you for trying Sticky AMP!!

শিশু জাইমার চিকিৎসায় ৩ লাখ টাকা দিতে নির্দেশ

লঞ্চের ধাক্কায় পায়ের পাতা কাটা পড়া ৬ বছর বয়সী শিশু জাইমা নেওয়াজের চিকিৎসার জন্য তিন লাখ টাকা দিতে লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এমভি ইয়ার্ড লঞ্চ কর্তৃপক্ষকে ১৫ দিনের মধ্যে ওই অর্থ দিতে বলা হয়েছে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ওই দুর্ঘটনা ঘটে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুরের রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

জনস্বার্থে আইন ও সালিস কেন্দ্র ২৪ অক্টোবর রিটটি করে। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আনিসুল হাসান ও শাহীনুজ্জামান শাহীন।

পরে আনিসুল হাসান বলেন, শিশুটির নিরাপত্তা নিশ্চিতে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না এবং শিশুটির চিকিৎসাসহ তার পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষ, নৌপরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।