Thank you for trying Sticky AMP!!

শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় শিয়াল মারার জন্য মুরগি খামারে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পাতা ছিল। সেই ফাঁদে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার জিওল মহল্লায় এ ঘটনা ঘটেছে।

এই নারীর নাম আসমা বেগম (৬০)। তাঁর স্বামীর নাম আরজান আলী। এ ঘটনায় কেউ অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই আসমার লাশ দাফন করা হয়েছে।

মুরগির খামারের মালিক মহাসিন রেজা সাংবাদিকদের বলেন, তাঁর খামারে শিয়াল খুব উৎপাত করে। মুরগি নিয়ে চলে যায়। তাই শিয়াল মারতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করেছিলেন। আজ দুপুরে খামারের পাশের বাড়ির এক নারী ওই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।