Thank you for trying Sticky AMP!!

শীতের আগাম সবজি চাষে ধুম

>

শীতের আগাম সবজি বাজারে তুলতে পারলেই বেশি টাকা আয় করা সম্ভব। বিষয়টি মাথায় রেখে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলা চাষের ধুম পড়েছে। বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া, সাতশিমুলিয়া, দোবাড়িয়াসহ আশপাশের প্রায় ১৫ গ্রামের কৃষকেরা শীতের আগাম সবজি চাষে ঝুঁকেছেন। প্রায় দুই বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপির আবাদ করেছেন সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামের রঞ্জু মিয়া। তিনি প্রথম আলোকে জানান, আশ্বিন মাসের শেষের দিকে বাজারে শীতের সবজি তোলা আশা করছেন তাঁরা।

শীতের আগাম সবজি রোপণের জন্য জমির তৈরিতে ব্যস্ত কৃষক লবানুর মিয়া
সবজি চাষের জন্য পাওয়ারটিলার দিয়ে জমি চাষ করছেন কৃষক এনামুল হক
জমি চাষে পাওয়ারটিলারের ফলায় লেগে থাকা আগাছা পরিষ্কার করছেন এক কৃষক
বাড়ন্ত বাঁধাকপির খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
বাঁধাকপি বড় হচ্ছে
কপির গায়ে জমে আছে কুয়াশা
বিস্তর মাঠজুড়ে চোখজুড়ানো কপিখেত
সংক্রামক পোকার থেকে বাঁচতে কপিখেতে কীটনাশক ছিটানো হচ্ছে