Thank you for trying Sticky AMP!!

শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়। 

গতকাল সোমবার এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেওয়ার ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাদের ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।' 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার একদিন পর মোদি তাঁর এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন। 

করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত সাড়ে ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

সম্প্রতি সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন। ভারত প্রাথমিকভাবে এই তহবিলে এক কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

 ই তহবিলে নেপাল ও আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার করে, মালদ্বীপ দুই লাখ ডলার এবং ভুটান এক লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।