Thank you for trying Sticky AMP!!

শেরপুরের পুলিশ সুপারের করোনা শনাক্ত

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ছবি: সংগৃহীত

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ জানায়, এসপি কাজী আশরাফুলসহ জেলায় করোনায় ৩২৮ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ৩৬ জন পুলিশ সদস্য রয়েছেন। জেলায় সব মিলিয়ে সব সুস্থ হয়েছেন ২৯১ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের।

জেলা সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, জেলায় কোভিভ-১৯ সংক্রমণের শুরু থেকেই এসপি কাজী আশরাফুল আজীম জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছিলেন। বিশেষ করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা প্রদান, লকডাউনকালে অসহায় ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কাটাসহ করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।