Thank you for trying Sticky AMP!!

শেরপুরে করোনায় আ.লীগ নেতার মৃত্যু

শেরপুরে আওয়ামী লীগের নেতা আব্দুল হালিম উকিল করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণে শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য আব্দুল হালিম উকিল (৬৩) মারা গেছেন। তিনি নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র। গতকাল রোববার রাত ১১টা ১০ মিনিটে বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল হালিম উকিলের ছেলে ইয়াসির আরাফাত মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।

শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, গত ২৫ জুন আব্দুল হালিম উকিলের করোনা পজিটিভ শনাক্ত হয়। তখন থেকেই তিনি মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আব্দুল হালিম উকিল পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন। তরুণ বয়সে তিনি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি নালিতাবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান এবং পরে মেয়র হিসেবে টানা দুবার দায়িত্ব পালন করেন।

স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার নালিতাবাড়ীর চকপাড়া কবরস্থানে হালিম উকিলের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।