Thank you for trying Sticky AMP!!

শেষ হলো ৫০টি সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদে ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ বুধবার ৭টি কমিটি গঠনের মধ্য দিয়ে সব কটি কমিটি গঠনের কাজ শেষ হয়।

কমিটি গঠন শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদ অধিবেশনের প্রথম ১০ দিনে সব কমিটি গঠন এক অনন্য দৃষ্টান্ত ও মাইলফলক। এ জন্য তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা কমিটিগুলোর প্রস্তাবের কাগজ সাংসদদের দেখান। স্পিকার বলেন, এই দলিল জাতীয় সংসদে সংরক্ষণ করা হবে।

আজ দবিরুল ইসলামকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মেহের আফরোজকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (পদাধিকার বলে), আ স ম ফিরোজকে সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে লাইব্রেরি কমিটি, স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে।