Thank you for trying Sticky AMP!!

শোক দিবস উপলক্ষে বিসিএস নারী কর্মকর্তাদের আলোচনা সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিসিএস নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্ক। সচিবালয়, ঢাকা, ২৯ আগস্ট। ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে বিসিএস নারী কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্ক। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সবার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তারা।

সংগঠনের সভাপতি ও তথ্য কমিশনার সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন অবসরোত্তর ছুটিতে থাকা জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম, সাবেক সচিব দিলরুবা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাসনা, অতিরিক্ত ডিআইজি শামীমা বেগম, সংগঠনটির সাধারণ সম্পাদক বিশেষ পুলিশ সুপার (এসবি) ফরিদা ইয়াসমিন প্রমুখ।