Thank you for trying Sticky AMP!!

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বাড়ির মালিকদের প্রতি আজ মঙ্গলবার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মন্ত্রী বলেন, 'বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সব শিল্পের শ্রমিকেরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন। বাড়ি মালিকদের প্রতি এই অনুরোধ করছি।'

মন্ত্রী বলেন, 'আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনেরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট পার করতে পারবেন। আগামীতে রপ্তানি খাতে তাঁরা আরও বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।'

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮১৫ জনে। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ লাখ ৮৫ হাজার ৭৭৪ জন। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে দেশে লকডাউন ঘোষণা করে শিল্পকারখানাসহ সবকিছু বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশেও একই অবস্থা। ফলে শ্রমজীবী মানুষ বিপদে পড়েছেন।