Thank you for trying Sticky AMP!!

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মেছোবাঘটির উন্নত চিকিৎসা প্রয়োজন

সেবা-শুশ্রূষায় কিছুটা সুস্থ হয়েছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া মেছোবাঘটি। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ১৯ মে। ছবি: শিমুল তরফদার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া মেছোবাঘটি সেবা-শুশ্রূষায় কিছুটা সুস্থ হয়ে উঠছে। স্বাভাবিক খাওয়াদাওয়াও শুরু করেছে। তবে মাথায় আঘাতের কারণে প্রাণীটির সামনের দুই পা এখনো অবশ হয়ে রয়েছে। পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাণী চিকিৎসক।

গতকাল শনিবার বিকেলে বেসরকারি সংগঠন বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে প্রাণীটিকে সেবা-শুশ্রূষা করতে দেখা যায়।

ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেবের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ মে রাতে উপজেলার ভৈরববাজার এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মেছোবাঘটি পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে পৌঁছে দেয়। বন বিভাগ প্রাণীটির প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন রাতেই শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে প্রাণীটিকে হস্তান্তর করে। সেখানে গত কয়েক দিনের চিকিৎসা ও সেবায় কিছুটা সুস্থ হয়ে উঠেছে প্রাণীটি।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রাণীটিকে সুস্থ করে তুলতে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে গিয়ে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আগের থেকে প্রাণীটি কিছুটা সুস্থ। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে মস্তিষ্কে কিছুটা সমস্যা হয়েছে এবং সামনের দুই পা অবশ হয়ে গেছে। প্রাণীটিকে সারিয়ে তুলতে কিছুটা সময় লাগবে। আরও উন্নত চিকিৎসা লাগবে।’

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রথম আলোকে বলেন, প্রাণীটিকে যখন আহত অবস্থায় এখানে আনা হয়েছিল, তখন কয়েক দিন খাওয়াদাওয়া করেনি। এখন স্বাভাবিকভাবে খাচ্ছে।

সিতেশ রঞ্জন দেব বলেন, প্রায়ই বন ছেড়ে লোকালয়ে আসা বন্য প্রাণীগুলো সড়ক দুর্ঘটনা কিংবা মানুষের আক্রমণে আহত হয়। অনেক সময় মারাও যায়। বনে খাবার ও বাসস্থানসংকটের কারণেই বন্য প্রাণী লোকালয়ে চলে আসে। বন্য প্রাণীদের আবাস্থলকে তাদের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।