Thank you for trying Sticky AMP!!

সকালে রাজধানীর সড়কে ঝরল দুই প্রাণ

রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে দুটি দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা।

রামপুরায় নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৬০)। আর যাত্রাবাড়ীর ঘটনায় নিহত হয়েছেন মোস্তাক (৫৮)। তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

রামপুরা থানার উপপরিদর্শক মো. সোহেল জানান, কাদের সুপ্রিম কোর্টের গাড়ি চালক। মেরুল বাড্ডা আনন্দ নগর এলাকায় পরিবার নিয়ে থাকেন। তার বাবার নাম আদম তালুকদার।

পরিবারের লোকজনের বরাত এসআই সোহেল বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে রামপুরা ব্রিজের কাছে কাদের দুর্ঘটনা শিকার হন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে কাদেরকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় মিনি ট্রাক মোস্তাককে ধাক্কা দেয়। এতে পথচারী মোস্তাক (৬০) গুরুতর আহত হয়। পরে রাজু নামে আরেক পথচারী তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

মোস্তাক সচিবালয়ে সহকারী প্লাম্বার হিসেবে চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। থাকতেন ঢাকার মাতুয়াইল কোনাপাড়ায়।