Thank you for trying Sticky AMP!!

সবার জন্য হিরো

চোখ কালো কাপড়ে বাঁধা। শব্দ শুনে ব্যাটিং করতে হয়েছে মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমকে। শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে এমন অভিজ্ঞতাই হলো এই দুই ক্রিকেট তারকার। দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উৎসাহ দিতেই তাঁরা হাজির হয়েছিলেন কমপ্লেক্সের মাঠে। যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ ও বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন হিরোজ ফর অল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এই সুযোগ করে দেয়। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কাছে পেয়ে শিশুরাও আনন্দে আত্মহারা।

ধানমন্ডির সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সের মাঠে এসেই প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন মাশরাফি বিন মুর্তজা। এ সময় এক শিশু জড়িয়ে ধরে তাঁকে।
মুশফিকুর রহিমকে পেয়েও যারপরনাই আনন্দিত শিশুরা।
দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতে কালো কাপড় দিয়ে মুশফিকুর রহিমের চোখ বাঁধা হচ্ছে।
চোখ বাঁধা অবস্থায় ব্যাট করছেন মুশফিকুর রহিম।
মাশরাফি বিন মুর্তজারও চোখ কালো কাপড়ে বাঁধা। বলের শব্দ শুনেই ব্যাটিং করতে হচ্ছে তাঁকে।