Thank you for trying Sticky AMP!!

সব নারী প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ

নির্বাচন কমিশন ভবন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম আজ মঙ্গলবার বাছাই শেষে এই ঘোষণা দেন।

আবুল কাশেম বলেন, ‘সংরক্ষিত আসনের ৪৯টি মনোনয়নপত্র বাছাই করেছি। এতে কোনো মনোনয়নপত্র বাতিল হয়নি। আসনপ্রতি একজন করে প্রার্থী থাকায় এবং ১৬ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার না করলে ১৭ ফেব্রুয়ারি সবাইকে জয়ী ঘোষণা করা হবে।’

তফসিল অনুযায়ী, ৪ মার্চ সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ করার কথা। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি ও অন্যান্য দল থেকে আসনের অতিরিক্ত প্রার্থী না দেওয়ায় ভোট গ্রহণের প্রয়োজন হবে না। হিসাব অনুযায়ী, বিএনপির একটি আসন পাওয়ার কথা। কিন্তু দলটি সংসদে যোগ না দেওয়ায় এই দলের পক্ষ থেকে কোনো নারী প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি।