Thank you for trying Sticky AMP!!

সরস্বতী

ঝাঁপিয়ে পড়েছি তোমার বক্ষে

মাথার ওপরে তরঙ্গ বয়

গহন, তোমার আঁধির অতলে

ডুবে মরা একমাত্র অভয়

ডোবারই মন্ত্র শিখিয়েছ তুমি

ডুবেছি মধুতে ডুবেছি কাদায়

কাদা মুছে গেছে সাদা পালকের

পথ মুছে গেছে গোলকধাঁধায়

ও সরস্বতী, এবার আমাকে

বাহন করো গো যুগান্তরের

অথবা বাজাও বীণার মতন

ধসুক দেয়াল রুদ্ধ ঘরের

আমার স্বপ্নে তোমার স্বপ্ন

মিশে যাক, বিষে ভরে যাক মন

কেন? এ প্রশ্নে মাথা কুটে মরে

অঝোর শ্রাবণ, অঝোর শ্রাবণ!