Thank you for trying Sticky AMP!!

সর্দি ও জ্বর নিয়ে নড়াইলের দুজনের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় করোনা রোগের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে একজন এবং গতকাল শুক্রবার বিকেলে অপরজন মারা গেছেন।

মারা যাওয়া দুজন হলেন কালিয়া উপজেলা পূজা উদ্‌যাপন পর্ষদের সহসভাপতি পুরুলিয়া গ্রামের বাসিন্দা বিমল রায় (৬০) ও একই গ্রামের নরসুন্দর কার্তিক সরকার (৪২)।

প্রতিবেশী সঞ্জিত কুমার সরকার ও তাপস ভট্টাচার্য জানান, পাঁচ দিন আগে কার্তিক সরকার সর্দি ও জ্বর নিয়ে স্থানীয় চাচুড়ি বাজারে চিকিৎসাসেবা নেন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। শুক্রবার বিকেলে তিনি মারা যান। এরপর খুলনার একটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর বিমল রায় করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে নিজ বাড়িতেই মারা গেছেন।

এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন মো.আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন, দুজনের মৃত্যুর বিষয়ে আমরা অবগত। বিমল রায়ের নমুনা সংগ্রহ করাসহ ওই এলাকা লকডাউনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।