Thank you for trying Sticky AMP!!

সহকর্মীর বিরুদ্ধে মামলা দিলেন রাবি শিক্ষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মু. আলী আসগর তাঁর সহকর্মী অধ্যাপক খাইরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অধ্যাপক আলী আসগর গতকাল বৃহস্পতিবার রাতে মতিহার থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের আগস্ট মাসে অধ্যাপক আলী আসগর ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। গত ৬ নভেম্বর বিভাগের আরেক অধ্যাপক খাইরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে ওই রিট প্রত্যাহার না করলে তাঁর ক্ষতি করার হুমকি দেন। অধ্যাপক আলী আসগর মতিহার থানায় এই বিষয়ে সাধারণ ডায়েরি করেন।

গত ১২ ফেব্রুয়ারি আলী আসগর কৃষি অনুষদের অফিসে এক কর্মচারীর মাধ্যমে ফটোকপি করাচ্ছিলেন। এ সময় খাইরুল ইসলাম তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় ঘুষি ও ধাক্কা দেন। ফলে তিনি মাথায় আঘাত পেয়ে মাটিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন।