Thank you for trying Sticky AMP!!

সহকারী জজ পদে ৯৭ জনকে নিয়োগ

৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। রোববার বিকেলে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ–সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের ২৮ জানুয়ারি সকালে নিজ নিজ নামের পাশে উল্লিখিত জেলার জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের গত ১ জুলাইয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে প্রত্যেকের নামের পাশে উল্লিখিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।