Thank you for trying Sticky AMP!!

সহজে কমবে না গরম, আসছে কালবৈশাখী

প্রথম আলো ফাইল ছবি

এবার ফাল্গুন মাস কিছুটা শীতল ছিল। কিন্তু চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এখন বেশ গরম পড়ছে। দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। এ ধরনের আবহাওয়া আরও দুদিন থাকতে পারে। ৩ এপ্রিল থেকে কয়েক দিন দেশের কোথাও কোথাও কালবৈশাখীর সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টি হলেও আবহাওয়াবিদরা জানান, গরমের ভাব সহজে কমবে না।

আজ মঙ্গলবার ফরিদপুরসহ চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই দাবদাহ আরও বিস্তৃত হতে পারে। দিনের তাপমাত্রা সারা দেশে বাড়বে। তবে উত্তরাঞ্চলে রাতের বেলাও তাপমাত্রা বাড়বে। এরপর দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, চৈত্র মাসে এ ধরনের আবহাওয়া থাকে। এবার ঋতু পরিবর্তন হয়েছে কিছুটা দেরিতে। এখন দাবদাহ আরও কয়েক দিন থাকতে পারে। আগামী ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, ফরিদপুর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী অঞ্চলের ওপর দিয়ে স্বল্প পরিসরে বজ্রবৃষ্টির সঙ্গে কালবৈশাখী হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এটি ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।