Thank you for trying Sticky AMP!!

সহপাঠী নিহত হওয়ার প্রতিবাদে সভা, সড়ক অবরোধ

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী জুবাইদা নিহত হয়। এ ঘটনায় চালকের শাস্তি চেয়ে স্কুলের সবাই মানববন্ধন ও সড়ক অবরোধ করে। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত জুবাইদা আক্তার নামের এক স্কুলছাত্রী গতকাল সোমবার বিকেলে মারা গেছে। সে উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনায় অটোরিকশাচালকের শাস্তির দাবিতে আজ মঙ্গলবার এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

গত শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় দশম শ্রেণির জুবাইদা আক্তার (১৪), সুমাইয়া কানিজ (১৪) ও সানজিদা আক্তার। স্থানীয় লোকজন তাদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত জুবাইদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বিকেলে মারা যায় সে। জুবাইদা স্থানীয় কৈখাইন গ্রামের নুরুল আলমের মেয়ে।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে জুবাইদার জানাজা হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা স্কুলের পাশের সড়কে অবস্থান নেয় এবং মানববন্ধন করে। এ সময় আনোয়ারা-ছত্তারহাট সড়ক ও আনোয়ারা-পটিয়া সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বেলা সাড়ে ১১টায় তারা অবরোধ তুলে নেয়। স্কুলে আজ কোনো পাঠদান হয়নি।

জুবাইদার সহপাঠী রিচি আক্তার বলে, ‘ভাবতেই পারছি না জুবাইদা আর নেই। তাকে এভাবে হত্যা করার কঠিন শাস্তি চাই আমরা।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, ‘আমাদের স্কুল প্রত্যন্ত গ্রামে। এখানেও দুর্ঘটনার শিকার হয়ে আমাদের ছাত্রী মারা গেল। আমাদের নিরাপত্তা কোথায়?’

পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন দিন কালো ব্যাজ ধারণ করব। তিন দিনের মধ্যে ঘাতক অটোরিকশাচালকের আটক ও শাস্তি চাই।’

বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি ও পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী বলেন, ‘আর কোনো স্কুলছাত্রী যাতে অকালে ঝরে না পড়ে, এ জন্য আমরা অটোরিকশাচালকের শাস্তি চাই।’