Thank you for trying Sticky AMP!!

সাংবাদিক আবু কাওসারের স্ত্রী আর নেই

রাবেয়া বেগম

সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসারের স্ত্রী রাবেয়া বেগম (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাবেয়া বেগম রাজধানীর লালমাটিয়ার আরব মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সমকাল প্রকাশক এ. কে. আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

রাবেয়া বেগমের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য কালিপদ হালদার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফুল ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৯ আগস্ট ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে রাবেয়া বেগমের অস্ত্রোপচার হয়। এরপর গত মঙ্গলবার মধ্যরাতে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার রাতে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকি কলোনি জামে মসজিদে রাবেয়া বেগমের প্রথম জানাজা হয়েছে। এরপর রাতে মরদেহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটারা গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে শুক্রবার বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।