Thank you for trying Sticky AMP!!

সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই

সাংবাদিক আমানুল্লাহ কবীর

জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ২ জানুয়ারি বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আমানুল্লাহ কবীরকে ভর্তি করা হয়েছিল। গত কয়েক দিন অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার তাঁর অবস্থার আরও অবনতি হয়।

পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য আমানুল্লাহ কবীরকে আগামী শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। গতকাল হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাঁর ডায়ালাইসিস করা যায়নি। লিভার ও কিডনির জটিলতা থাকা আমানুল্লাহ কবীরের হৃদরোগ ধরা পড়ে।

৭২ বছর বয়সী আমানুল্লাহ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নেমে এসেছে।

আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।

আমানুল্লাহ কবীর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক আমার দেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর বার্তা সম্পাদক ছিলেন।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমানুল্লাহ কবীর।