Thank you for trying Sticky AMP!!

সাগর মোহনায় ৩ ট্রলার ডুবি, ২৪ জন উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ঝড়ের কবলে পড়ে এসব ট্রলার ডুবে যায়। এই ঘটনায় ট্রলারের থাকা ২৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলার তিনটি উদ্ধার করা সম্ভব হয়নি। আজ বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের সাগর মোহনায় রাক্ষুসিয়া জলসীমানায় ঢালচর এলাকার আবুল বাশার মাঝির ট্রলার ছয় জেলে নিয়ে বুধবার রাত একটার দিকে ডুবে যায়। রাত দুইটার দিকে ১২ জেলে নিয়ে ডুবে যায় উপজেলার চেয়ারম্যান বাজার এলাকার মো. রুবেল মাঝির একটি ট্রলার। এ ছাড়া আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢালচর এলাকার রবি আলম মাঝির ট্রলার ছয় জেলে নিয়ে তলিয়ে যায়। ট্রলারগুলো তলিয়ে যাওয়া সময় অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করেন।

ওসি মো. মাসুম তালুকদার বলেন, নিম্নচাপের প্রভাবে সাগর মোহনায় তিনটি ট্রলার ডুবে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ওই তিনটি ট্রলারের জেলেদের উদ্ধার করা সম্ভব হলেও ট্রলার উদ্ধার করা যায়নি।