Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরার মানুষের জন্য 'সহমর্মিতা'

ঘূর্ণিঝড় আম্পানকবলিত উপকূলে খাদ্যসামগ্রী, টয়লেট তৈরির সরঞ্জাম, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিনসহ নানা সহায়তা পৌঁছে দিচ্ছে ঢাকার সহমর্মিতা ফাউন্ডেশন। তরুণ সমাজকর্মী পারভেজ হাসানের নেতৃত্বে ২০১৮ সালে যাত্রা শুরু করে এ ফাউন্ডেশন। তখন থেকে অসহায় ও দরিদ্র মানুষের জন্য করছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এবার আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা জেলার সহায়–সম্বলহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সহমর্মিতা। সেই উদ্যোগের চিত্র তুলে ধরা হলো এ ছবির গল্পে। ছবিগুলো সম্প্রতি তোলা।

শিশুর হাতে খাবারের প্যাকেট দিচ্ছেন পারভেজ হাসান। প্রতাপনগর, আশাশুনি, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত
খাবার পেয়ে খুশি উপকূলের শিশুরা। গাবুরা, নেবুবুনিয়া, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত
শিশুদের সঙ্গে পারভেজ। উত্তর বেতকাশি, কয়রা, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত
খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত অসহায় লোকটি। কাঠমাচর, কয়রা, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত
আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। বন্যতলা, পদ্মপুকুর, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত
সহমর্মিতার দেওয়া খাদ্যসামগ্রী নিচ্ছেন এক নারী। হরিশখালী, গবরা, সাতক্ষীরা। ছবি: সংগৃহীত