Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় এক দিনে সর্বোচ্চ ৩১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সাতক্ষীরায় ১ চিকিৎসক, ১ নার্সসহ নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড–১৯) শনাক্ত হয়েছে। এটাই এক দিনে জেলায় সর্বোচ্চ আক্রান্ত। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হলো ২৭১।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৮ জন, শ্যামনগরের ৩, কলারোয়ার ৩, কালীগঞ্জের ১০, তালার ৪ ও দেবহাটার ৩ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৭১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচজন। আর সুস্থ হয়েছেন ১১৫ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের সবাইকে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। সেই সঙ্গে বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করার প্রক্রিয়া চলছে।