Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স

সাতক্ষীরা জেলায় দুজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪১। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, জেলায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ছয়জন, কালীগঞ্জে চার, তালায় দুই, শ্যামনগরে দুই ও কলারোয়া উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩৪১ জন কোভিডে আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গেছেন ছয়জন। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত ব্যক্তিরা বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে।