Thank you for trying Sticky AMP!!

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সাপের কামড়ে সাগর মিয়া (৪২) নামের এক সাপুড়ে মারা গেছেন। সাগর মিয়ার বাড়ি উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর গ্রামে।

এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি পার্শ্ববর্তী দুল্যাবেগম গ্রামের সেলিম মিয়ার বাড়িতে সাপ ধরতে যান। তিনি সেলিম মিয়ার ঘরের মাটি খুঁড়ে বিষধর সাপ ধরেন। সাপটি ধরে বস্তায় ভরার সময় সাগরের হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

সাগরের ভাতিজা মাসুদ মিয়া জানান, সাগর মিয়া নিঃসন্তান ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি রংপুরে। প্রায় ২০ বছর আগে তিনি রংপুর থেকে মির্জাপুরে আসেন। বিয়ের পর তিনি দুল্যামনসুর গ্রামেই থাকতেন। সাপ ধরা তাঁর নেশা ছিল।

ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম সাগর মিয়ার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।