Thank you for trying Sticky AMP!!

সাবেক জেলা জজকে সম্পদ বিবরণীর নোটিশ

দুদক

ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম খানের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থার পরিচালক কাজী শফিকুল আলম ওই নোটিশ পাঠিয়েছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক বলছে, প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ পাওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাঁকে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁর নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

দুদক সূত্র বলছে, প্রাথমিক অনুসন্ধানে তারা দেখেছে, সাবেক এই বিচারকের ৫ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৬২১ টাকার সম্পদ আছে। এর মধ্যে নগদ হিসেবে তাঁর কাছে ৪ কোটি ৩০ লাখ ৮৫ হাজার ১৩১ টাকা দেখিয়েছেন। ওই টাকা রেমিট্যান্সের মাধ্যমে পাওয়া বলে তিনি দাবি করলেও এর পক্ষে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। দুদকের কাছে ওই অর্থের বিষয়টি অস্বাভাবিক ও জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মনে হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করা হয়েছে।