Thank you for trying Sticky AMP!!

সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী আর নেই

মাহমুদূল আমীন চৌধুরী

সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেলে ধানমন্ডিতে নিজের বাড়িতে তিনি মারা যান।

তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

২০০১ সালের ১ মার্চ থেকে ২০০২ সালের ১৭ জুন পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।

মাহমুদূল আমীনের ছেলে রিয়াজ আমীন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহমুদূল আমীন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। আগামীকাল বাদ ফজর ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা হবে। সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। পরে সিলেটে তৃতীয় জানাজা শেষে শাহী দরগায় তাঁকে দাফন করা হবে।

মাহমুদূল আমীন চৌধুরী এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।