Thank you for trying Sticky AMP!!

সাবেক মন্ত্রী মীজানূর রহমান শেলী আর নেই

মিজানুর রহমান শেলী

সাবেক মন্ত্রী মীজানূর রহমান শেলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

আরিফ ইবনে মিজান ও তাহমিদ ইবনে মিজান নামের দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মীজানূর রহমান শেলী। গত ২৫ জুন অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রয়াত শেলীর নাতি মাহফুজ মিজান জানান, তাঁর (শেলীর) ছেলে দেশে ফেরার পর আগামী বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। তাঁর ছেলে না ফেরা পর্যন্ত মরদেহ রাজধানীর শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে।

মীজানূর রহমান শেলী একাধারে আমলা, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতা ছেড়ে তিনি ১৯৬৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনীতির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৮০ সালে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক থাকা অবস্থায় চাকরি থেকে অব্যাহতি নেন শেলী। তিনি তথ্য, মন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রী ছিলেন।