Thank you for trying Sticky AMP!!

সালমান মুক্তাদিরকে পুলিশের জিজ্ঞাসাবাদ

সালমান মুক্তাদির

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁকে সাইবার অপরাধ দমন বিভাগের কার্যালয়ে ডেকে আনা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এর আগে ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে ‘কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?’ বলে স্ট্যাটাস দেন। এক দিনের মাথায় সালমানকে সাইবার অপরাধ দমন বিভাগ ডেকে পাঠাল। সাইবার অপরাধ দমন বিভাগের কর্মকর্তারা বলছেন, সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে সাইবার অপরাধ দমন বিভাগ কাজ করছে । তারই অংশ হিসেবে সালমানকে ডাকা হলো।

সালমান মুক্তাদিরের ‘অভদ্র প্রেম’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নিয়ে সম্প্রতি অশ্লীলতার অভিযোগ ওঠে।

সালমানের আগে মডেল অভিনেত্রী সানাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।