Thank you for trying Sticky AMP!!

রায়সাহেব বাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় আজ বুধবার বেলা ১১টা থেকে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এলাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।


গতকাল বসুন্ধরার নদ্দায় বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বের হয়ে রায়সাহেব বাজারে গিয়ে সড়কে বসে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। এতে সদরঘাটের মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা একটা দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাননি।

রায়সাহেব বাজার এলাকার সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সংগৃহীত

সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগান দিতে থাকেন। বেলা আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কেই ছিলেন।