Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে গাছের ডাল ভেঙে পড়ে দাদা-নাতনি নিহত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় বটগাছের ডাল ভেঙে পড়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দাদা-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চরভানুডাঙ্গা সোহাগী পাড়া গ্রামের ইসমাইল হোসেন (৬০) ও তাঁর নাতনি বীথি আকতার (৭)। এ ঘটনায় বকুল হোসেন নামে অপর একজন আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। এ সময় বটগাছের ডাল ভেঙে পড়লে দোকানঘরে থাকা তিনজন আহত হন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দাদা ইসমাইল হোসেন ও নাতনি বীথি আকতারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, নিহত দুজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ রাখা হচ্ছে। পরে নিহত ব্যক্তিদের পরিবারকে আরও সহায়তার আশ্বাসও দেন তিনি।