Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে নতুন ৩১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিরাজগঞ্জে নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩৬৩ জন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা সৌমিত্র বসাক এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরি থেকে ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে মোট ৩৫ জনের নমুনায় করোনা ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে অবশ্য ৪ জনের দ্বিতীয়বার (ফলোআপ) নমুনা পরীক্ষা। এবারও তাঁরা করোনা ‘পজিটিভ’ হয়েছেন।

নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে ২৩ জনই সদর উপজেলার। বাকি ৮ জনের মধ্যে চৌহালীতে ৩ জন, শাহজাদপুরে ৩ জন, উল্লাপাড়ায় ১ জন ও কামারখন্দ উপজেলায় ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত শনাক্ত ৩৬৩ জন করোনা রোগীর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১১১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলকুচি। সেখানে ৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হ‌ুমায়ূন কবীর বলেন, জেলায় এ পর্যন্ত মোট ৪ হাজার ৫২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হওয়া ৩৬৩ জনের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন এবং তিনজন মৃত্যুবরণ করেছেন।