Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২–এর বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

সাজা পাওয়া যুবকের নাম মারুফ সরকার। মারুফ বর্তমানে পালাতক আছেন।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২–এর পিপি অ্যাডভোকেট কায়ছার আহম্মেদ লিটন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার রায়গঞ্জ উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্রীকে বখাটে মারুফ সরকার উত্ত্যক্ত করতেন। মারুফ ওই ছাত্রীকে একাধিকবার বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। বিয়ের প্রস্তাবে ছাত্রীর পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন মারুফ। এর জেরে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি মারুফ ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার আট মাস পর বগুড়া জেলায় অভিযান চালিয়ে মারুফের কাছ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।