Thank you for trying Sticky AMP!!

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আইন ও বিচার

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে রাশিদুল (২৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে এক লাখ টাকাও জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক ফজলে খোদা মো. নাজির আজ রোববার দুপুরে এই রায় দেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে রাশিদুলের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের সালমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। একপর্যায়ে শ্যালিকার সঙ্গে রাশিদুলের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ২০১১ সালের ২৩ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে সালমাকে বেড়াতে যাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান রাশিদুল। রাত ১২টায়ও তাঁরা বাড়ি না ফেরায় সালমার বাড়ির লোকেরা আশপাশে খুঁজতে শুরু করেন। পরে দিবাগত রাত একটার দিকে গ্রামের একটি বাঁশঝাড় থেকে সালমার মরদেহ উদ্ধার করা হয়। পরে সালমার বাবা আবদুস সালাম বাদী হয়ে পরদিন ২৪ জানুয়ারি শাহজাদপুর থানায় রাশিদুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ রায় দেন।

নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর সরকারি কৌঁসুলি আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামি রাশিদুল পলাতক।