Thank you for trying Sticky AMP!!

সিলেটে বিভাগে আরও ১৮ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮ জন। এর মধ্যে ১৫ জন সিলেট জেলার ও বাকি তিনজন সুনামগঞ্জ জেলার। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৫ জনে।

রোববার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের দুটি পরীক্ষাগারে করোনা নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

সিলেট জেলায় নতুন করে শনাক্তদের মধ্যে একজন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও একজন গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ২৫ জনের করোনা শনাক্ত হয়। এই ২৫ জনের মধ্যে ১০ জনের নমুনা পুনপরীক্ষায় পজিটিভ এসেছে। নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে একই দিনে ৮৪টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ তিনজন সুনামগঞ্জের বাসিন্দা।